logo
news image

লালপুরে আখচাষীদের পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে আখ বিক্রয় বাবদ পাওনা টাকা ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতার দাবিতে স্মারকলিপি দিয়েছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সাহাবাজ আলী স্বাক্ষরিত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান বরাবর লিখিত স্মারকলিপি মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের কাছে জমা দেওয়া হয়। এ সময় সমিতির সভাপতি আনছার আলী দুলাল, সহ-সভাপতি সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক সাহাবাজ আলীসহ আখচাষীনেতা ও সাধারণ আখচাষীরা উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি আনছার আলী দুলাল জানান, প্রায় ২ মাস ধরে আখচাষীরা চিনিকলে আখ সরবরাহ করে কোন টাকা পাচ্ছেনা। অপরদিকে চিনিকলের শ্রমিক কর্মচারীদেরও নিয়মিত বেতন ভাতা দেওয়া হচ্ছেনা। ফলে আখচাষী ও শ্রমিক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল আখচাষীদের স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top