logo
news image

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বসন্ত সরকার (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাকশী-পাবনা (বগা মিয়া) সড়কের বাঁশেরবাদা এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বসন্ত মারা যায়। সে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, বাঁশেরবাদা স্কুলের সামনের সড়কে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক বসন্ত সরকারের মৃত্যু হয়।

এসকেকে / ঈশ্বরদী, দুপুর .২.৫৫মিনিট, ১৯-২-১৯

সাম্প্রতিক মন্তব্য