logo
news image

লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ১টি মাদক মামলাসহ ৯ জন আসামী গ্রেফতার করা হয়েছে।  
লালপুর থানা সূত্রে জানা যায়, নাটোর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম (বার), বিপিএম এর নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ লালপুর থানা মো. নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে গত ১৪/০২/১৯ তারিখ এসআই মোঃ আনোয়ারুল ইসলাম অভিযান পরিচালনা করিয়া লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকা হইতে ০৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে এবং ধৃত আসামী মোঃ তুফান আলী (২৫), পিতা- মোঃ মিজানুর রহমান, সাং-ধনঞ্জয় পাড়া, থানা- লালপুর, জেলা- নাটোর এর হেফাজত হইতে উদ্ধার কৃত আলামত সহ লালপুর থানায় মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং- ১৭, তারিখ-১৪/০২/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ২৪ (ক)।
এসআই সেলিম মাদক দ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা ডিউটি করাকালীন নেশা জাতীয় দ্রব্য পান/সেবন করিয়া উচ্চস্বরে গালিগালাজ ও মাতলামী করারত অবস্থায়  ১। মোঃ শরিফুল ইসলাম র্(২২), পিতা- মোঃ মশিউর রহমান, সাং-মোমিনপুর, ২। মোঃ মোহন আলী (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম,৩। মোঃ আমিনুল ইসলাম (২২), পিতা- মোঃ আহসান আলী, ৪। মোঃ হামিম হাসান @ সুইট (২২), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, ৫। মোঃ আসাদুল ইসলা ম@ বাধন (২০), পিতা- মোঃ আব্দুল কুদ্দুছ, সর্বসাং- বাকনাই, সর্বথানা-লালপুর, জেলা-নাটোরগন কে ধৃত করে একটি নন,এফ,আই,আর প্রসিকিউশন দাখিল করেন। যাহা লালপুর থানার নন,এফ,আই,আর প্রসিকিউশন নং- ০৮,  তাং- ১৪/০২/১৯ ইং, ধারা- পুলিশ আইনের ৩৪(৬) ।
১৫/০২/১৯ ইং তারিখ মোট ১টি মামলাসহ সর্বমোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।

সাম্প্রতিক মন্তব্য

Top