logo
news image

লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
লালপুর থানা পুলিশ খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, প্রশ্নপত্র ফাঁসকারী, অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দুস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক নাটোরের লালপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।
১০/০২/১৯ ইং তারিখ হইতে ১৪/০২/১৯ তারিখ পর্যন্ত লালপুর থানায় ২৫জন আসামী গ্রেফতার করা হয়েছে। এ সময়ে পাঁচটি মাদক মামলায় মামলায় ১৫জন আসামী গ্রেফতার করা হয়। এ ছাড়াও জিআর ও সিআর গ্রেফতারী ওয়ারেন্ট মূলে ১০জন আসামী গ্রেফতার করা হয়েছে।
১০/০২/১৯ তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় লালপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এসআই মোঃ  খাইরুজ্জামান পুরাতন ঈশ^রদী ভাদুর বটতলা গ্রামস্থ সুমন, পিতা- মোঃ খায়রত মন্ডল এর গার্মেন্টেসের দোকানের সামনে হইতে গোপন সংবাদের ভিত্তিকে অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসারের সহায়তায় ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ০১ গ্রাম, যাহার অনুমান মূল্য- ২,০০০/- উদ্ধার করেন । এসআই মোঃ  খাইরুজ্জামান বাদী হয়ে মোঃ শাহীন হোসেন (৩৮), পিতা- মৃত জাবেদ, সাং- নুরুল্লাপুর (বালুঘাট), থানা- লালপুর, জেলা- নাটোর এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং- ৮, তারিখ- ১০/০২/২০১৯ ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিলের ১০ (ক) এবং একই তারিখ এসআই মোঃ আনোয়ারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া লালপুর থানাধীন ২নং ঈশ^রদী ইউনিয়নের জোকাদহ গ্রামস্থ জনৈক মোঃ জালাল এর পরিত্যক্ত টিনসেট বাড়ির ভিতর বারান্দায় হেরোইন সেবন করা কালীন ১০/০২/১৯ তারিখ ১৮.১৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ রায়হান আলী (৩৭), পিতা- মৃত আজাহার আলী, সাং- সাদীপুর, ২। মোঃ মোজাহিদ (২৪), পিতা- মোঃ জাবেদ আলী খাঁ, সাং- গোপালপুর (মাছ বাজার), ৩। মোঃ শাহিন শেখ (৩২), পিতা- মোঃ নইমুদ্দিন শেখ, সাং- জোকাদাহা, ৪। মোঃ পিয়ারুল ইসলাম (৩৫), পিতা- মৃত মকছেদ আলী, সাং- মমিনপুর (মধ্যপাড়া), ৫। মোঃ মাসুদ রানা (২৭), পিতা- মোঃ মাজদার রহমান, সাং- মোহরকয়া (খাঁ পাড়া), সর্ব থানা- লালপুর, জেলা- নাটোর,  ৬। মোঃ সামু মন্ডল (৩৯), পিতা- মোঃ আঃ কুদ্দুছ মন্ডল, সাং- জয়নগর (শিমুলতলা), ৭। মোঃ মানিক খাঁ (৩৭), পিতা- মোঃ করিম বক্স, সাং- মাঝদিয়া(পুরাতন রেল লাইন), ৮। মোঃ মাসেদুল ইসলাম (৩৫), পিতা- মৃত আঃ সামাদ প্রাং, সাং- সাহাপুর (পশ্চিম পাড়া), ৯। শ্রী গৌরাঙ্গ কর্মকার (৩০), পিতা- মৃত মনরঞ্জন কর্মকার, সাং- রুপপুর (নতুন রুপপুর), সর্ব থানা- ঈশ^রদী, জেলা- পাবনাগনের হাতে নাতে ধৃত করে। বাদী হয়ে লালপুর থানায় মামরা দায়ের করেন। যাহার মামলা নং-৯, তারিখ- ১০/০২/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১)এর ১৬
১১/০২/১৯ ইং তারিখ ২৩.১৫ ঘটিকার সময় এসআই মোঃ সেলিম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালান করিয়া লালপুর থানাধীন বাকনাই গ্রামস্থ জনৈক মোঃ করম আলী (২৫), পিতা- মোঃ কামাল এর বসত বাড়ীর পশ্চিম পশের্^ কাঁচা রাস্তার উপর হইতে মোঃ শাকিল(২২), পিত- মোঃ রেজাউল শেখ, সাং- বাকনাই, থানা- লালপুর, জেলা- নাটোর এর হেফাজত হইতে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন-১.৫ (এক দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনু-৩,০০০/- টাকা অফিসারের সহায়তায় উদ্ধার পূর্বক ধৃত করেন। থানায় হাজির হইয়া এসআই মোঃ সেলিম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং- ১০, তারিখ- ১১/০২/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) এর টেবিলের ১০ (ক)।
১৩/০২/১৯ তারিখ ১৭.৫৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকবর আলী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় চংধুপইল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করিয়া আব্দুলপুর সাকিনস্থ মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ০২ গ্রাম, মূল্য অনুমান- ৩,০০০/- টাকার উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ সাহাবুল হক (২৭), পিতা- বাদশা মোল্লা, ২। মোঃ রাশেদুল আলী সরদার ওরফে রাশেদ (৩২), পিতা- মোঃ মকসেদ আলী, ৩। মোঃ আলাল (২৮), পিতা- মোঃ এছার উদ্দীন, সর্ব সাং- গোসাইনপুর  (গোসাইপুর পূর্বপাড়া ), থানা- লালপুর, জেলা- নাটোরদের বিরুদ্ধে লালপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং- ১২, তারিখ- ১৩/০২/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)।
১৪/০২/১৯ তারিখ ২২.৫০ ঘটিকার সময় এসআই মোঃ মেসবাউল হক অভিযান পরিচালনা করিয়া লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার সুগার মিল সাব-জোন অফিসের সামনে লেবার লাইন বাজার হইতে নারায়নপুর গামী কাঁচা রাস্তার উপর হতে ১০ (পিচ) ইয়াবা ট্যাবলেট, ওজন-০১ গ্রাম, মূল্য অনু-১,০০০/- উদ্ধার করেন এবং ধৃত আসামী মোঃ শরিফুল ইসলা ওরফে নয়ন (২০), পিতা- মোঃ হযরাত আলী, সাং- গোপালপুর  (পৌরসভা লেবার লাইন), থানা- লালপুর, জেলা- নাটোর এর হেফাজত হইতে উদ্ধার কৃত আলামত সহ লালপুর থানায় মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং-১৩, তারিখ-১৪/০২/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ১০ (ক)।

সাম্প্রতিক মন্তব্য

Top