logo
news image

বগুড়ায় দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সেলাই’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া।।
পহেলা ফাল্গুন। স্বাগত বসন্ত। শিমুল-পলাশের রঙে রঙ্গিন প্রকৃতি। প্রকৃতির এই রঙে মনকেও রঙ্গিন করতে যাত্রা শুরু করলো ‘সেলাই’। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বগুড়ার রানার প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয় দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সেলাই’র প্রথম শো-রুম। সুবিধা বঞ্চিত নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের সোপান ‘সেলাই’।
সেলাই’র প্রধান নির্বাহী ও স্বত্ত্বাধিকারী শিবলী হোসাইনের সভাপতিত্বে সেলাই’র শো-রুমের উদ্বোধন করেন, প্রধান অতিথি বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার-পূর্ব (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এর সহধর্মিনী নাইয়ার সুলতানা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার-ডিএসবি (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এর সহধর্মিনী শিরিন অকতার, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ হোসেন, রানা প্রোপার্টিজ এর পরিচালক মো. সাইরুল ইসলাম, বগুড়া রিয়েল এস্টেট এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম প্রমুখ।
সেলাই’র প্রধান নির্বাহী ও স্বত্ত্বাধিকারী শিবলী হোসাইন দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ’কে জানান, সুবিধা বঞ্চিত নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের সোপান ‘সেলাই’। বর্তমানে ৫০জন সুবিধা বঞ্চিত নারী সেলাই’র কারখানায় উৎপাদনের কাজ করছেন। পর্যায়ক্রমে আরো বৃহৎ পরিসরে সেলাই এগিয়ে যাবে। বগুড়ায় প্রথম শো-রুম যাত্রা শুরু করলো। পরবর্তীতে সারা দেশে সেলাই’র শো-রুম করার উদ্যোগ নেওয়া হবে। এতে নারীদের কর্মসংস্থানের পরিধি বাড়বে। সেলাই’র লভ্যাংশের সিংহ ভাগ সুবিধা বঞ্চিত নারী ও তাদের পরিবারের সদস্যদের কল্যানে ব্যয় হবে। 

সাম্প্রতিক মন্তব্য

Top