নাটোরে মাদককে জিরো টলারেন্সে ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, নাটোর। ।
নাটোর জেলাকে মাদকে জিরো টলারেন্সে এ নামিয়ে আনার ঘোষনা দিয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। এজন্য বিশেষ বাহিনী গঠন করে জেলার সাতটি উপজেলায় বিশেষ অভিযানে নামার ঘোষনাও দেন তিনি। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, মাদকের যত বড়ই গড়ফাদার হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে। যদি কোন পুলিশ সদস্য এর সাথে জড়িত থাকে তাকেও আইনের আ্ওতায় নিয়ে আসা হবে। যে কোন কিছুর বিনিময়ে নাটোরে মাদক দ্রব্য নির্মুলে আনা হবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর সার্কেল আবুল হাসনাত, সহকারী পুলিশ সুপিার আবুল ফয়জুল, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাদকদ্রব্য সংক্রান্ত দুই হাজার ৪৯৭জন আসামীর মধ্যে দুই হাজার ৪০৯জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকের মামলায় হয়েছে এক হাজার ৬০১টি। এছাড়া ফেনসিডিল, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য চার কোটি ১২লাখ ৮৮হাজার ৩০২টাকা।
সাম্প্রতিক মন্তব্য