logo
news image

বাগাতিপাড়ায় উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেকেন্দার রহমানের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার বিকালে ইউএনও কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও নাসরিন বানুর নিকট এ মনোনয়ন পত্র জমা দেন।

এর আগে মালঞ্চি বাজারের দলীয় কার্যালয় থেকে অসংখ্য দলীয় নেতা-কর্মী পায়ে হেঁটে তার সাথে ইউএনও কার্যালয়ে যান। পরে তিনি স্বহস্তে সহকারি রিটানিং অফিসারের নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্ণেল রমজান আলী সরকার ও কামরাঙ্গী চর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, যুগ্ম-সম্পাদক সুকুমার মুখার্জী, দপ্তর সম্পাদক জামিলুর রহমান বাবু, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম সাদেকুর রহমান, পাঁকা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠু, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা পরিষদ সদস্য হাসানুর রহমান বিপ্লব, উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখসহ বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে সোমবার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন করে প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে অন্য প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম গকুল এবং স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা কৃষকলীগের সভাপতি মেহেদী হাসান দোলন, আমানুল্লাহ সরকার, কাজী আমানুর রহমান এবং বাংলাদেশের ওয়ার্কাস পার্টি থেকে আব্দুল হাদী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জোসনা বেগম, শাহিদা হক মিতা, লুৎফুন্নাহার লতা এবং খোদেজা বেগম শাপলা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
উল্লেখ্য, বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি এসব মনোনয়ন পত্র যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১০ মার্চ।


সাম্প্রতিক মন্তব্য

Top