বাগাতিপাড়া উপজেলায় দলীয় মনোনয়ন পেলেন সেকেন্দার রহমান
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় চুড়ান্ত মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান। শনিবার বিকালে ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি চুড়ান্ত মনোনয়নের চিঠি পান। দলীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এর আগে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী বাছাইয়ে ভোটের মাধ্যমে এ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন সেকেন্দার রহমান। প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় স্থানে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের লতিফ হলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম গকুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়। ওই সময় থেকেই উপজেলা চেয়ারম্যান পদে বেশ ক’জন আওয়ামীলীগ নেতা প্রচার-প্রচারনায় মাঠে ছিলেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ছিল প্রার্থীদের ছড়াছড়ি। দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পর চেয়ারম্যান পদে উপজেলায় আওয়ামীলীগ চুড়ান্ত প্রার্থী পেল। কিন্তু ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উন্মুক্ত করায় এসব পদে দলটির একাধিক প্রার্থীর নির্বাচনী প্রতিদ্বন্দ্বীয় অংশ নেওয়ার আভাস পাওয়া গেছে।
এদিকে বাগাতিপাড়া উপজেলায় দলীয় চুড়ান্ত মনোনয়নের চিঠি পাওয়া দীর্ঘ প্রায় ২৫ ধরে এ উপজেলায় আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে আসীন বর্ষীয়ান নেতা সেকেন্দার রহমানের পক্ষে শুক্রবার দুপুরে তাঁর সহধর্মিনী ওয়াহিদা রহমান মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। ওয়াহিদা রহমান জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য। তিনি ওইদিন নবাগত উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলামের নিকট থেকে এ ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাঁকা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বাগাতিপাড়া সদর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক রহমত আলী, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, পৌর আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি আসাদুজ্জামান মিতু ও সাবেক সাধারন সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য