logo
news image

বাগাতিপাড়ায় সততা স্টোরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। ছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরী করতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বিদ্যালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠানের কক্ষে এ সততা স্টোরের উদ্বোধন করেন। এ স্টোরের প্রধান বৈশিষ্ট্য দোকানী ছাড়াই দোকানের পণ্য ক্রয় করে ছাত্রীরা নিজেরাই পণ্যের দাম নির্ধারিত স্থানে রাখবে।এতে শিক্ষা জীবন থেকেই নৈতিক মূল্যবোধ তৈরি হবে। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে ছিলেন ইউএনও নাসরিন বানু, প্রধান শিক্ষক কাইছার ওয়াদুদ বাবর, ম্যানেজিং কমিটির সভাপতি এসএম সাদেকুর রহমান প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top