logo
news image

লালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থী বাছাই

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের জন্য মনোনয়ন প্রত্যাশী ২৯জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে ৯ জন প্রার্থী বাছাই করা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) উপজেলার আড়বার ইউনিয়ন পরিষদে ২৬৫ জন ভোটারের মধ্যে ২৫৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
দলীয় সূত্রে জানা যায়, ভোটে চেয়ারম্যান পদে ১ম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, ২য় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও ৩য় উপজেলা আওয়ামী লীগের যুগম্ সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১ম হয়েছেন মনোয়ার হোসেন মনি, ২য় এস এম আনিসুজ্জামান বাবু ও  ৩য় মোয়াজ্জেম হোসেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১ম হয়েছেন পারভীন আকতার, ২য় লাবনী সুলতানা ও ৩য় নাজমা খাতুন।
প্রার্থী বাছাই কমিটিতে ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহাদ আলী সরকার, সহসভাপতি  এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস।
লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন ১৩ জন।  তারা হলেন- আকিয়ব হোসেন, আতিকুর রহমান গামা, আফতাব হোসেন ঝুলফু, আব্দুর রইফ সরকার, আ স ম মাহমুদুল হক মুকুল, ইসাহাক আলী, চাম্পা জামান, খাইরুল বাসার ভাদু, তৌহিদুল ইসলাম বাঘা, নূরে আলম সিদ্দিকী, মুর্শেদ আলম, রওশন আলম সুরুজ ও সাইফুল ইসলাম সেন্টু।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন ৭ জন।   তারা হলেন- এস এম আনিসুজ্জামান বাবু, ইউনুস আলী, কামরুল হাসান মিল্টন, মতলেব শেখ, মনোয়ার হোসেন মনি, মোয়াজ্জেম হোসেন, রাশেদুল ইসলাম বিপ্লব।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন ৯ জন।   তারা হলেন - গুলবানু রেশমা, তহমিনা খাতুন, নাজমা খাতুন, পারভীন আকতার, মনিরা আকতার, রিনা রহমান, লাবনী সুলতানা, শহিদা খাতুন, সানজিদা আফরিন।  

সাম্প্রতিক মন্তব্য

Top