logo
news image

নাটোরে ৬০তম সার্ব্বভৌম ভক্ত সম্মিলনী শুরু

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
শোভাযাত্রার মধ্য দিয়ে নাটোরে তিন দিন ব্যাপী স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্ত্তিত ৬০তম সার্ব্বভৌম ভক্ত সম্মিলনী শুরু হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের মহারাজা জে এন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। শোভাযাত্রায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ পূজাউদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মহারাজাজে এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত মঞ্চে স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের বিগ্রহ স্থাপন, পূজা,আরতির ও অধিবাসের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ভক্ত সম্মিলনী শুরু হয়। ভক্ত সম্মিলনী কমিটির সভাপতি ননী গোপাল সরকার ও সাধারণ সম্পাদক বাবলু কুমার চন্দ জানান, নাটোর মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় ও তার সম্মুখস্থ বাগানবাড়ী প্রাঙ্গনে তিনদিন ব্যাপী এ ভক্ত সম্মিলনী অনুষ্ঠিত হবে। এ সম্মিলনীতে দেশের বিভিন্ন স্থান ও ভারত থেকে আগত প্রায় দুই হাজার ভক্তবৃন্দ অংশ নিয়েছেন। তিনদিন ব্যাপী এ ভক্ত সম্মিলনী অনুষ্ঠানে থাকছে ধর্মালোচনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান সহ নানা কর্মসুচি। শাস্ত্রীয় আলোচনা ও স্বামী নিগমানন্দ সারস্বত পরমহংসদেবের জীবনী, কর্ম ও উদ্দেশ্য সম্পর্কেআলোচনা করবেন ভারতের আসাম-বঙ্গ শ্বাস্বত মঠের মহারাজ শ্রীমৎ স্বামী বিদ্যানন্দ সারস্বত, ঝাড়খন্ডের মানসপুরী আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দেবেশানন্দ সারস্বত মেদিনীপুর আনন্দনগর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামীঅপূর্বনন্দ স্বরসতী, চট্টগ্রাম সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অলোর্কানন্দ স্বরসতী ও মেহেরপুর মানসপুরি আশ্রমের শ্রীমৎ স্বামী স্বামঅ অমৃতানন্দ
সরস্বতী। প্রতিদিন ভোর সাড়ে ৫ টা থেকে রাত ১০ টাপর্যন্ত অনুষ্ঠান চলবে।

সাম্প্রতিক মন্তব্য

Top