logo
news image

বাগাতিপাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ূ আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় জুয়া খেলার অভিযোগে ৮ জুয়াড়ুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁকা গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, উপজেলার পাকা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে শহিদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে প্রতিদিন নিয়মিত জুয়া খেলার আসর বসার গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেসময় জুয়া খেলা অবস্থায় বাড়ির মালিকসহ ৮ জুয়াড়ুকে আটক করে। আটককৃতরা হলো বাড়ির মালিক পাঁকা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে শহিদুল ইসলাম, একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মিনারুল ইসলাম, মজিবর রহমানের ছেলে মোমিন আলী , মহসিন আলীর ছেলে এনামুল হোসেন ও মৃত আহাদ প্রামানিকের ছেলে হারান প্রামানিক এবং রাজশাহীর বাঘার হরিপুর সরকার পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন তানজিল, পাঁচ পাড়ার মৃত বাহার প্রামানিকের ছেলে জামরুল ইসলাম ও চকর পাড়ার বুদি সরদারের ছেলে লিটন সরদার।
পরে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বাগাতিপাড়া থানায় সোপর্দ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top