logo
news image

ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক।  ।  
বাংলাদেশে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজক ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংগঠন। প্রায় ১৪টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী মিলে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে অনলাইন ভীত্তিক সম্পূর্ণ রাজনীতিমুক্ত মানব সেবায় নিয়োজিত, প্রবাসী কল্যাণে অঙ্গীকারবদ্ধ ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংগঠন। সংগঠনটির আহ্বায়ক মোঃ হাফিজ (মরিশাসে অবস্থান করছেন)। সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (সৌদিআরবে আছেন)। সহকারী সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেইন (দুবাই-এ অবস্থান করছেন)। এছাড়া সংগঠনের শতাধিক সদস্য বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। প্রবাসে শত কর্ম ব্যস্ততার মাঝেও ভূলে যায়নি তারা দেশের শীতার্ত অসহায় মানুষদের। আজ তাদের পাশে দাঁড়াতে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন শ্রীবাড়ি গ্রামে শিবালয় থানার কয়েড়া গ্রাম, সিংগাইর থানার হাতনি গ্রাম, একই থানাধীন বাস্তা জামিউল উলুম এতিমখানা এবং হরিরামপুর থানাধীন গোপিনাথপুর উজানপাড়ায় এই চারটি থানার পাচটি স্পটে শীতবস্ত্র বিতরণ করেন।  বাংলাদেশে সেবামূলক কাজের মধ্যে এটিই প্রথম সংগঠন।
সংগঠনটির কর্তিপক্ষ বলেন, এরকম সেবামূলক কাজ বাংলাদেশে অব্যাহত থাকবে।  এছাড়া এই সংগঠনের মাধ্যমে বিশেষ করে যে কাজগুলো করা হয় সেগুলো হলো প্রবাসীদের কল্যাণে যেমন, নতুন অবস্থায় যারা প্রবাসে যান তারা ঐ দেশের ভাষা জানেন না তাদের বিভিন্ন প্রয়োজনে সংগঠনের সদস্যরা সাহায্য করে থাকেন। অনেক প্রবাসী অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে, দেখার যেন কেউ নেই। অসুস্থ প্রবাসীদের বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে। আমরা চাই আমাদের দেখে আরো দশজন এগিয়ে আসুক, এইরকম সেবামূলক কাজে। আর একটি কথা বলতে চাই, যদি কোন সাদা মনের মানুষ আমাদের সাথে মানব কল্যাণ কাজ করতে আগ্রহি থাকেন তাহলে আমাদের Young Star Expatriate Welfare Association ফেইজবুক পেইজ এ যোগাযোগ করতে পারেন।

সাম্প্রতিক মন্তব্য

Top