logo
news image

নাটোরে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নাটোর শহরের দত্তপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আল আমিন (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।
শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের দত্তপাড়া মোকরামপুর বাজারের একটি চায়ের স্টল থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন সদর উপজেলার পতেঙ্গাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
র‌্যাব- ৫ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরীয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তপাড়ার মোকরামপুর বাজারে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় বাজারের একটি চায়ের স্টলে দাঁড়িয়ে ছিলো অস্ত্র ব্যবসায়ী আল আমিন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আল আমিন বাজার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাবের সদস্যরা তার পিছু নিয়ে তাকে আটক করে দেহ তল্লাশি করে। তল্লাশিকালে তার শরীর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আল আমিনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিক জ্ঞিাসাবাদে আল আমিন দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

সাম্প্রতিক মন্তব্য

Top