logo
news image

বাগাতিপাড়ায় স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে প্রদ্যুৎ শর্মা (২৬) নামের এক যুবক। শনিবার (১৯ জানুয়ারি) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত প্রদ্যুৎ শর্মা উপজেলার দয়ারামপুরের বাটিকামারী গ্রামের মৃত সুরেশ শর্মার ছেলে।
নিহতের মা অনিমা জানান, সাত মাস পূর্বে ছেলে প্রদ্যুৎকে পাশ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ভারতিপাড়ার অসীম কুমারের মেয়ে সাধণা’র সাথে বিয়ে দেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। কয়েকদিন আগে সাধণা তার বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকেই বিষন্ন ছিল প্রদ্যুৎ। শনিবার তার স্ত্রী’র সাথে মোবাইলে কথা বলার পর সে বিকালের কোন এক সময় সবার অলক্ষ্যে তিনটি ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। এরপর বিষক্রিয়া শুরু হলে সে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে দ্রুত তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রদ্যূৎ এর মৃত্যু হয়। এ ব্যাপারে মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম  বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনার পর ইউডি মামলাসহ পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top