logo
news image

বাগাতিপাড়ায় ৫০ ছাত্রীকে বাইসাইকেল দিল সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোরের বাগাতিপাড়ায় বালিকা বিদ্যালয়ের ৫০ ছাত্রীকে বাইসাইকেল দিল সাউথইস্ট ব্যাংক লিমিটেড। দূর্গম এলাকা থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সুবিধার্থে পাঁচটি বিদ্যালয়ের অস্বচ্ছল ছাত্রীদেরকে এসব বাইসাইকেল প্রদান করা হয়। শনিবার (১৯ জানুয়ারি) উপজেলা জিমনিসিয়াম হল রুমে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে ছাত্রীদের মাঝে এসব বাইসাইকেল বিতরন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক এর ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এস কে সুর চৌধূরী, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  শ ম মঈনুদ্দীন চৌধূরী। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী  সাউথইস্ট ব্যাংক এর শাখা ব্যবস্থাপক সরোয়ার ওলাই, নাটোর সাউথইস্ট ব্যাংক এর  শাখা ব্যবস্থাপক আহম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম ।

সাম্প্রতিক মন্তব্য

Top