logo
news image

সিংড়ায় ইভটিজিংয়ের দায়ে এক বখাটের জেল

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
নাটোরের সিংড়ার বিলদহরে ইভটিজিং এর দায়ে শামিম হোসেন গিট্টু নামে এক বখাটেকে ৮ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার রায় তাকে এই দন্ড প্রদান করেন।সাজাপ্রাপ্ত বখাটে গিট্টু একই এলাকার শাজাহানের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার জানান,বখাটে গিট্ট প্রায়ই নুরুন্নবী চাঁদের মেয়ে তনুকে বিরক্ত করত। এ নিয়ে এলাকায় বহুবার সালিশ হয়েছে। বারবারই ইভটিজিং না করার অঙ্গীকার করে আবারও মঙ্গলবার দুপুর ২টার দিকে সিংড়া উপজেলার প্রত্যন্ত এলাকা বিলদহর বাজারে শামীম হোসেন ওই এলাকারই নুরুন্নবী চাঁদের মেয়ে এবং বিলদহর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তনুকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী গিট্টুকে ধরে ভ্রাম্যমান আদালতকে খবর দেয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেখানে পৌঁছে মেয়ের কাছে এবং এলাকাবাসীর কাছে ঘটনার বিবরণ শোনেন। পরে শামীম হোসেন তার অপরাধ স্বীকার করলে আদালত তাকে আট মাসের জেল দিয়ে পুলিশে হস্তান্তর করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top