নাটোর জেলা সমিতি ইউএসএ-ইনক বার্ষিক পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)। ।
যুক্তরাষ্ট্রে নাটোর জেলা সমিতি ইউএসএ-ইনক বার্ষিক পরিকল্পনা ঘোষনা করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ব্রকলিন গ্রীন হাউস রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র প্রবাসী নাটোর জেলা সমিতির সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীন আলমের সঞ্চালনায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, ১১ রমজান ইফতার মাহফিল, ২১ এপ্রিল অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ জুলাই বার্ষিক বনভোজন আয়োজনের ২০১৯ সালের বার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। সভায় বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মো. আক্কাস আলী, মনিরুজ্জামান সোহেল, আব্দুল্লাহ আল মামুন, মো. মোজাম্মেল হোসেন, মো. মিজানুর রহমান মিলন, আসাদ উজ্জামান, আখেরুল আহমেদ, মো. আহসান হাবিব সবুজ, মো. রাশেদুল ইসলাম, মো. আলমগীর হোসেন, মো. সেলিম, মো. ইয়াকুব আলী, মো. আশরাফুল ইসলাম, মো. জাহাঙ্গীর কবির, ফিরোজা ইয়াসমিন, মো. জুয়েল হোসেন, মো. রেজাউল করিম, মো. আনারুল ইসলাম প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য