logo
news image

মানুষের প্রতি ভালবাসা থেকে শীতার্তদের কাছে সকলের এগিয়ে আসা উচিৎ-এসপি সাইফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক।।
‘মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার তাগিদেই ছিন্নমূল মানুষের শীত নিবারনে পাশে এসে দাঁড়িয়েছি। মানুষের প্রতি ভালবাসা আর দায়িত্ব বোধ থেকে যার যার অবস্থানে শীতার্তদের কাছে সকলের এগিয়ে আসা উচিৎ। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসুন সবাই মিলে আমাদের দেশটাকে সুন্দর ও শান্তিময় করে তুলি।’ নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে ছিন্নমূল শীতার্তদের গায়ে কম্বল তুলে দিয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম,পিপিএম এসব কথা বলেন।
বুধবার (১৬ জানুয়ারি) রাতে নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আকরামুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মোহাম্মদ হারুন অর রশিদ, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল, পুলিশ পরিদর্শক মোনয়ারুজ্জামানসহ অফিসার ও স্টাফবৃন্দ। 
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন রাতেই বড়াইগ্রামেও কম্বল বিতরণ করেন। 

সাম্প্রতিক মন্তব্য

Top