logo
news image

বাগাতিপাড়া থানা হাজতে আসামীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত ৩

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোরের বাগাতিপাড়ায় থানা হাজতে মহসিন (২৮) নামে তিনটি হত্যা মামলার আসামীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপার সাইফুল্লাহ আলম মামুন এ খবর নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, বাগাতিপাড়া মডেল থানা হাজতে একজন আসামী আত্মহত্যা করেছে। ওই ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেনকে  প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হাজতের দায়িত্বে থাকা দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে টাঙ্গাইলের ভাড়া বাসা থেকে মহসিনকে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ আটক করে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে থানায় পৌঁছে তাকে হাজতে রাখা হয়। এরপর হাজতের ভেতরে ভেনটিলেটরের গ্রীলের সাথে কম্বল ছিঁড়ে বানানো রশিতে ঝুলন্ত অবস্থা তাকে দেখতে পায় পুলিশ। পুলিশের দাবি মহসিন আত্মহত্যা করেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top