logo
news image

নাটোরে জাতীয় ভোক্তা অধিকার সচেতনতা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নাটোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ। সেমিনারে জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, ক্যাবের সভাপতি শামীমা লাইজু নীলা, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন সহ অন্যান্যেরা।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামছুল আলম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে বিভিন্ন ব্যবসায়ী, সুশিল সমাজ সহ সর্বস্তরের মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top