logo
news image

বাগাতিপাড়ায় টমেটো’র উত্তম কৃষি ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় টমেটো ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার বিকালে উপজেলার বেগুনিয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  নিরাপদ ফলমুল-শাকসবজি উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে উত্তম কৃষি ব্যবস্থাপনা (জিএপি) প্রযুক্তিতে টমেটো ফসলের ওপর প্রথমবারের মত এ উপজেলায় এ জাতীয় মাঠ দিবস অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সফল কৃষক উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তি রাণী, যুগান্তর পত্রিকার বাগাতিপাড়া প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম। এছাড়াও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন টমেটো চাষী কৃষক শিপন।

সাম্প্রতিক মন্তব্য

Top