logo
news image

বাগাতিপাড়া-লালপুরে চাঁদাবাজি বন্ধে এমপি’র নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় সব ধরনের অটোরিক্সা চালকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলেন নাটোর-১ আসনের নব নির্বাচিত এমপি শহিদুল ইসলাম বকুল। শনিবার নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন, সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজনের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। নিম্ন আয়ের অটোরিক্সা চালকদের কাছ থেকে বিভিন্ন মোড়ে, বাজারে চাঁদা আদায় করা হয় জানিয়ে সাংসদ বকুল বলেন ‘বিষয়টি আমার কাছে অনেক খারাপ লেগেছে। যারা এসব চাঁদাবাজি করছে তাদের এসব কর্মকান্ড বন্ধের জন্য ইতোমধ্যেই ঘোষনা দিয়েছি। আমি জানি এদের হাত অনেক শক্তিশালী। এটি খুব কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। আমি এ কঠিন কাজকেই বেছে নিয়েছি’। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, জেলা প্রশাসক মোহম্মাদ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধূরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সাংবাদিকবৃন্দ, সরকারী দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য