logo
news image

মাদক চাঁদাবাজী সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে-বকুল এমপি

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  । 
লালপুরে মাদক ব্যাবসা ও সেবন,সব ধরনের চাঁদাবাজী,সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে। যারা এ ধনের কাজ করবে সে যেই হোক তাকে ছাড় দেয়া হবেনা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এ কথা বলেন।
তিনি আরো বলেন আদর্শচ্যুত হয়ে আওয়ামী লীগ করা যাবেনা। আওয়ামী লীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন করতে হবে।
লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইসাহক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আসিয়া জয়নুল বেনু,আওয়ামী লীগ নেতা আতাউর রহমান জার্জিস, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পস্পস্তবক অর্পন করেন, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সাম্প্রতিক মন্তব্য

Top