logo
news image

লালপুরে আখ ক্ষেতে দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
বুধবার (৯ জানুয়ারি) নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদিপুর এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিলের একটি আখ ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ৭টি ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড উদ্ধার করেছে লালপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদিপুর মাজার শরীফ এর সামনের নর্থ বেঙ্গল সুগার মিলের একটি আখ ক্ষেতে আখ কাটতে গিয়ে শ্রমিকরা একটি চাইনিজ কুড়াল, ৪টি বড় আকারের হাসুয়া, একটি ছোরা, একটি ড্রাগার, একটি লোহার রড ও একটি লাঠি একসাথে দেখতে পেয়ে লালপুর থানায় খবর দেয়। পুলিশ বেলা ১০ টার দিকে গিয়ে অস্ত্র গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র গুলি গত ২৮ নভেম্বর যুবলীগ নেতা জাহারুল ইসলাম খুনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য