logo
news image

আদিবাসিদের শীতবস্ত্র দিলেন নাটোরের ডিসি

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
সমাজে এখনও সবচেয়ে গরীব শ্রেনীর লোক বোঝানো হয় আদিবাসিদের। বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠির শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র নিয়ে ছুটে গেছেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ। শনিবার (৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার আদিবাসী পল্লীতে শতাধিক শীতার্ত আদিবাসীদের তিনি শীতবস্ত্র বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ওছমান গণি ভূঁইয়া, ইউপি সদস্য জুলফিকার আলী এবং দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল নাইন এর নাটোর প্রতিনিধি কালীদাস রায়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার আদিবাসীদের জন্য একটি বাড়ী একটি খামারের মত উন্নয়নমূলক ও লাভবান কর্মসূচীসহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে। সরকার আদিবাসীদেরকেও উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে বদ্ধপরিকর।
পরে জেলা প্রশাসক নাটোর শহরের ষ্টেশন বাজার এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top