logo
news image

বাগাতিপাড়ায় ফেন্সিডিল ও কারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় ৯০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ তোরিকুল ইসলাম(৪৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জানুয়ারি) ভোরবেলায় উপজেলার ভোলার মোড় নামক স্থান থেকে তাকে আটক করে টহল পুলিশ। তোরিকুল চাপাইনবাবগঞ্জ উপজেলার বারোঘরিয়া কাজিপাড়া গ্রামের মৃত সুলতান আহম্মদ এর ছেলে।
থানা সুত্রে জানা যায়, শুক্রবার ভোরবেলায় টহল পুলিশের এসআই ময়নুল হক গোপন সংবাদ পেয়ে সংগিও ফোর্স নিয়ে উপজেলার ভোলার মোড়ে সিলভার কালার নম্বর বিহিন একটি প্রাইভেট কার তল্লাশি করে। এসময় প্রাইভেটের ভিতর থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পরে প্রাইভেটকারসহ চালক তোরিকুলকে আটক করা হয়।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, আটককৃত তোরিকুল আন্তজেলা মাদক ও চোরাচালান চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top