logo
news image

সিংড়ায় মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
নাটোরের সিংড়ার একটি মাঠ থেকে আবু বক্কর সিদ্দিক (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চক লাড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার লালোর ইউনিয়নের চকলাড়ুয়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামুল ইসলাম ও এলাকাবাসী জানান, চকলাড়ুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক গতকাল সন্ধ্যার পর বাজারে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। কিন্তু রাতে সে আর বাড়ীতে ফিরে আসেনি। এদিকে অনেক রাত পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা গ্রামের বিভিন্ন জায়গায় তার খোঁজ করেও তার কোন সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার বাড়ীর অদুরে চকলাড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গলায় কিছু পেঁচিয়ে ও মাথায় আঘাত করে আবু বক্কর সিদ্দিককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধারণা স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে এই হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। এ ব্যাপারে নিহতের স্ত্রী শিউলী বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top