logo
news image

শপথ নিলেন নাটোরের চারটি আসনের সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।
স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় নাটোরের চারটি আসনের সংসদস্য সদস্য নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) জুনাইদ আহমেদ পলক ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আব্দুল কুদ্দুস শপথ নেন। 

সাম্প্রতিক মন্তব্য