logo
news image

রাষ্ট্রপতিকে গৌরবময় স্বাধীনতা গ্রন্হ প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশ জাতীয় স্মৃতিসৌধে প্রথমবারের মত স্বল্প পরিসরে 'গৌরবময় স্বাধীনতা ২০১৭' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে উক্ত গ্রন্হটি হস্তান্তর করেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, পিপিএম।
তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষ্যে 'গৌরবময় বিজয় ২০১৭', মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষ্যে 'গৌরবময় স্বাধীনতা ২০১৮', ও মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষ্যে 'গৌরবময় বিজয় ২০১৮' নামে অত্যন্ত বড় পরিসরে আমিনবাজার হতে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত জায়ান্ট এলইডি স্ক্রীনে মুক্তিযুদ্ধের দুর্লভ প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মৃতিসৌধের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, গৌরবময় বিজয়/স্বাধীনতা মঞ্চে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। উপরোক্ত অনুষ্ঠানসমূহকে লিখিত রূপ দানের লক্ষ্যে দেশবরেণ্য লেখকদের লেখনী ও মুক্তিযুদ্ধের দুর্লভ ৪৬৮ টি আলোকচিত্র সম্বলিত মুক্তিযুদ্ধের প্রামাণ্য সংকলন 'গৌরবময় স্বাধীনতা' নামক গ্রন্হটি প্রকাশিত হয়। উক্ত গ্রন্হটি সম্পাদনা করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিণ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাছুম আহাম্মদ ভূঞা। গত ১৬ ডিসেম্বর ২০১৮ খ্রি. জাতীয় স্মৃতিসৌধে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান উক্ত গ্রন্হটির মোড়ক উন্মোচন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top