logo
news image

বাগাতিপাড়ায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পেড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন এসিল্যান্ড মেরিনা সুলতানা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, সহ-সভাপতি আঃ হামিদ মিয়া, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, প্রধান শিক্ষক মতিনুল ইসলাম প্রমুখ।
মাধ্যমিক ও শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ৬২ হাজার ৮৭০ এবং মাধ্যমিক, ভোকেশনাল ও মাদরাসাসহ ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক লাখ ২২ হাজার বই বিনামুল্যে বিতরন করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top