logo
news image

নাটোরের ৪টি আসনের ভোটের হিসাব

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নাটোরের ৪টি আসনে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিয়েছেন ৭টি রাজনৈতিক দলের ১৯ প্রার্থী। দলগুলো হল- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়েছেন। তারা হলেন নাটোর-১ আসনে শহিদুল ইসলাম বকুল (২৪৬৪৪০), নাটোর-২ আসনে শফিকুল ইসলাম শিমুল (২৬২৭৪৬), নাটোর-৩ আসনে জুনাইদ আহমেদ পলক (২৩০৩২৭) ও নাটোর-৪ আসনে আব্দুল কুদ্দুস (২৮৫৫৩২)।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন- বিএনপি প্রার্থী কামরুন্নাহার শিরিন (১৫৩৩৮), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী দুলাল (৬১৯), জাতীয় পার্টির আবু তালহা (১৪৩৯),ইসলামী আন্দোলন বাংলাদেশের খালেকুজ্জামান (১১৮৯) ও বাংলাদেশ মুসলিম লীগ (৭৯৬)।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন- বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন (১৩১৯৭), জাতীয় পার্টির মজিবর রহমান সেন্টু (২০৭৭) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজার রহমান খান আমেল চৌধুরী (১৭৬০)
নাটোর-৩ (সিংড়া) আসনে অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন-বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ (৮৮৪১), জাতীয় পার্টির(জেপি) আনিসুর রহমান (৩৬৫), বিকল্প ধারার মঞ্জুরুল আলম হাসু (৩১৪) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা ওয়ালীউল্লাহ (১৭৬০)।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) অনান্য প্রার্থীরা ভোট পেয়েছেন- জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা (৭৩০৪), ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুল আমীন (৬৩৭১)ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির হারুনুর রশীদ।

সাম্প্রতিক মন্তব্য

Top