নাটোরের চারটি আসনে আওয়ামী লীগের বিজয়
নিজস্ব প্রতিবেদক, নাটোর। ।
নাটোরের চারটি আসনেই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জয়ী হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বেসরকারীভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিতরা হচ্ছেন নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শহিদুল ইসলাম বকুল নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৪৪ হাজার ৮১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত প্রার্থী কামরুন নাহার শিরিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৯ ভোট। নাটোর-২ আসনে (নাটোর সদর-নলডাঙ্গা) আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৬০ হাজার ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত প্রার্থী সাবিনা ইয়াসমীন ছবি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪৫৯ ভোট। নাটোর-৩ আসনে (সিংড়া) আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩০ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত প্রার্থী দাউদার মাহমুদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৯৩ ভোট। নাটোর-৪ আসনে (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুস নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮৬ হাজার ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৭৯ ভোট।
সাম্প্রতিক মন্তব্য