নাটোর-১ঃ নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়াল জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য আবু তালহা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মালঞ্চি রেলগেট সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির নেতা আব্দুল গণি এ ঘোষনা দেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে নাটোর-১ আসনে জাতীয় পার্টির সকল নেতা-কর্মী নৌকা প্রতীকের পক্ষে কাজ করবেন। এসময় লালপুর ও বাগাতিপাড়া উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ঢাকায় অবস্থানরত জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আবু তালহা প্রতিবেদককে মোবাইল ফোনে বলেন, মহাজোটের স্বার্থে কেন্দ্রীয় চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে তিনি প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন।
সাম্প্রতিক মন্তব্য