logo
news image

নাটোরে ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস থেকে ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডিল বহনকৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় ৯৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয় এবং একই সাথে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের বাউরা গ্রামের বাবু ইসলামের ছেলে টিপু ইসলাম ও বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মিজানুর রহমানের ছেলে মিনারুল ইসলাম।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান , গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের নেতৃত্বে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাম্প্রতিক মন্তব্য