logo
news image

ডিজিটাল প্রচারনায় পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
নাটোর-৩ সিংড়া আসনে তৃতীয় বারের মত নির্বাচনী লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জুনাইদ আহমেদ পলক। এবার এই আসনে তরুণরা তাঁর পক্ষে ফেসবুকে ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন। সেই সাথে সরাসরি নতুন ভোটাররা তাদের পছন্দের প্রার্থী হিসেবে জুনাইদ আহমেদ পলকের পক্ষে প্রচারনা চালাচ্ছেন। অপরদিকে চলনবিল উন্নয়নের এক পলক ফেসবুক এক্টিভ গ্রুপ, চলনবিল ফেসবুক সোসাইটি গ্রুপ এবং ভয়েস অব সিংড়া, আমি চলনবিল থেকে বলছি, উন্নয়নের সিংড়া লাইক পেজ থেকে জুনাইদ আহমেদ পলকের পক্ষে প্রচারনা চালানো হচ্ছে।
অপরদিকে আওয়ামী ভোটিং টিম বিভিন্ন ইউনিয়নের হাটে-বাজারে ডিজিটাল কনটেন্ট, ভিডিও প্রদর্শনী করছে। সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী সমাজ, শিক্ষক, শ্রমিক সংগঠন ও প্রতিদিন নৌকার পক্ষে প্রচারনায় নামছেন। তরুণদের একটি টিম ড্রোন নিয়ে ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে পলকের উন্নয়ন তুলে ধরছে। পলককে নিয়ে গান এসো ভাই, এসো বোন শোনো শোনো নতুন দিনের গান শোনো মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। এই গানটির টিউন ও ফোনে ফোনে শোনা যাচ্ছে। মূলত এবার নাটোর-৩ সিংড়া আসনে পলককে বিপুল ভোটে বিজয়ী করতে দলমত সবাই একাট্টা। এখন শুধু সময়ের ব্যবধান বলে মনে করছে সবাই।

সাম্প্রতিক মন্তব্য

Top