logo
news image

নাটোর-১ আসনে বিভেদ ভুলে নৌকার পক্ষে মহাজোট

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নিজেদের মধ্যে বিভেদ ভুলে মহাজোটের প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলের জন্য নৌকার পক্ষে দিন রাত কাজ করছেন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, লে. কর্ণেল রমজান আলী, আলহাজ্ব আনিছুর রহমান, ওয়ার্কার্স পার্টির ইব্রাহীম খলিল, সাম্যবাদী দলের এ্যাড. বিরেন সাহাসহ অন্যান্য প্রার্থীরা। তারা সবাই নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করছেন। শনিবার (২২ ডিসেম্বর) লালপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তারা
নৌকা মার্কায় ভোট চান।
লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে গণসংযোগ কালে সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, শেখ হাসিনার মনোনীত প্রার্থী আমার ছোট ভাই সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে জয়ী করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে । তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সব ক্ষেত্রে উন্নয়ন হয়, ভাগ্যের পরিবর্তন ঘটে।
এছাড়া প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান চৌদ্দ দল থেকে মনোয়নবঞ্চিত সাম্যবাদী দলের এ্যাড. বীরেন সাহা। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী প্রমুখ।
শহিদুল ইসলাম বকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাটোর-১ আসন উপহার দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি আমরা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। শেখ হাসিনার সরকারের উন্নয়নবার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে দিনরাত কাজ করছি। নৌকা এবার ব্যাপক ভোটে বিজয়ী হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top