logo
news image

নাটোর-১ আসনে নির্বাচনী মাঠে ৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক।  ।  
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ছয়জন প্রার্থী। নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহরিয়াজ আনুষ্ঠানিকভাবে সোমবার (১০ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে প্রচার শুরু করেন অনেকেই। এবার এ আসনটিতে অনেক নাটকীয়তার পর ছয়জন প্রার্থী সর্বশেষ প্রতীক বরাদ্দ পেয়ে ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুল (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের মুনজুরুল ইসলাম বিমল (ধানের শীষ) এবং জাতীয় পার্টির আবু তালহা (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও অপর তিন প্রার্থীর মধ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির মো. আনছার আলী পেয়েছেন (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খালেকুজ্জামান (হাতপাখা) এবং বাংলাদেশ মুসলিম লীগ থেকে মো. মাকসুদুর রহমান (হারিকেন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এ আসনে নির্বাচনী চিত্র:
একাদশ সংসদ নির্বাচন-২০১৮
 ৩,১১,৮৬৯ মোট ভোটার, ১,৫৬,৫০৩ পুরুষ ভোটার, ১,৫৫,৩৬৬ নারী ভোটার
১০ম জাতীয় সংসদ নির্বাচন-২০১৪
আবুল কালাম আজাদ (নাটোর), দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
৯ম সংসদ নির্বাচন-২০০৮
২,৫১,৪১৯ মোট ভোটার, ১১৩ মোট কেন্দ্র, ২,৩৩,১১৫ বৈধ ভোট, ১,১৯৪ অবৈধ ভোট, ১,১৩৫ না ভোট।  
বিজয়ী- আবু তালহা, দল: জাতীয় পার্টি, প্রতীক: লাঙল, প্রাপ্ত ভোট: ১,২৩,৮৩৫
নিকটতম প্রতিদ্বন্দ্বি- ফজলুর রহমান পটল, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ১,০৩,৮১৪
৮ম সংসদ নির্বাচন-২০০১
২,২১,৩৯৩ মোট ভোটার
বিজয়ী- ফজলুর রহমান পটল, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৯৯,৫৯১
নিকটতম প্রতিদ্বন্দ্বি- মমতাজ উদ্দিন, দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৮৯,৯৪৮
৭ম সংসদ নির্বাচন-১৯৯৬
১,৭৮,৮৮৪ মোট ভোটার
বিজয়ী- ফজলুর রহমান পটল, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৭৮,৮৯৭
নিকটতম প্রতিদ্বন্দ্বি- মমতাজ উদ্দিন, দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৬২,১৮৪
৫ম সংসদ নির্বাচন-১৯৯১
১,৭৫,২১৩ মোট ভোটার, ৮৯,৭৪০ পুরুষ ভোটার, ৮৫,৪৭৩ নারী ভোটার
বিজয়ী- ফজলুর রহমান পটল, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৭০,৬৪৬
নিকটতম প্রতিদ্বন্দ্বি- মমতাজ উদ্দিন, দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৪০,২৬৪
১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচনে মমতাজ উদ্দিন (স্বতন্ত্র), ১৯৮৮ সালের ৪র্থ সংসদ নির্বাচনে নওশের আলী সরকার বাদশা (স্বতন্ত্র) নির্বাচিত হন।
১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডা. আলা উদ্দিন বিজয়ী হন। দ্বিতীয় সংসদ নির্বাচনে আব্দুল মান্নান (বিএনপি) নির্বাচিত হন এবং সংসদের হুইপ নিযুক্ত হন।

সাম্প্রতিক মন্তব্য

Top