logo
news image

লালপুরে মহান বিজয় দিবস পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় রোববার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কোরআনখানি পাঠ, আলোচনা সভা, হাসপাতালগুলোতে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
লালপুর উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস সদস্য, বিএনসিসি, বয় স্কাউটস্, গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে শরীর চর্চা, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল প্রমুখ। এ সময় লালপুর প্রসাশনের সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, লালপুর উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম আলো লালপুর বন্ধুসভা, লালপুর পাবলিক লাইব্রেরি, সাপ্তাহিক লালপুর বার্তা, লালপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।  

সাম্প্রতিক মন্তব্য

Top