logo
news image

যৌন হয়রানির দায়ে শাবি শিক্ষক চাকরিচ্যুত

শাবি প্রতিনিধি
এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্ব অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১১তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

বরখাস্ত হওয়া শিক্ষকের নাম প্লাবন চন্দ্র সাহা। তিনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 

একাধিক সিন্ডিকেট সদস্য জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিষয়টি প্রমানিত হওয়ায় শনিবার তাকে বিশ^বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট অভিযোগকারী ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বিষয়টি আমলে নিয়ে গত ১৫ অক্টোবর সিন্ডিকেটে তাকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শোকজ করে। পাশাপাশি ঘটনার অধিকতর তদন্তে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রকে দায়িত্ব দেয় সিন্ডিকেট।
 

সাম্প্রতিক মন্তব্য

Top