logo
news image

বঙ্গবন্ধু কাপে জেলা চ্যাম্পিয়ন ভেল্লাবাড়ীয়া স্কুল

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর জেলা চ্যাম্পিয়ন হয়েছে নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিংড়া মডেল প্রাথমিক বিদ্যালয়কে ৪–১ গোলে হারায় ভেল্লাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান জানান, ছেলেরা যথেষ্ট প্রতিভা সম্পন্ন। এরা উন্নত সুযোগ-সুবিধা পেলে অনেক দূর এগীয়ে যেতে পারবে।
আব্দুর রশিদ মাষ্টার জানান, ছোট বেলায় এ এলাকায় প্রতিভাবান অনেক খেলোয়াড় সৃষ্টি হয়। কিন্তু উন্নত সুযোগ-সুবিধা  অপ্রতুল হওয়ায় সময়ের ব্যবধানে তারা ছিটকে যায়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি সেরা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষন ও সুবিধাদি দিলে এরা একদিন দেশের সেরা খেলোয়াড় হতে পারবে।

সাম্প্রতিক মন্তব্য

Top