logo
news image

লালপুরে নৌকা প্রতীকে ভোট চাইলেন এমপি কালাম

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  । 
নাটোরের লালপুরে এক মঞ্চে দাঁড়িয়ে নৌকা প্রতীকে ভোট চাইলেন নাটোর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালপুরে থানা আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভায় এক মঞ্চে দাঁড়িয়ে ভোট চান আবুল কালাম।
এ সময় বর্তমান সাংসদ আবুল কালাম দলীয় নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে নৌকার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে আহবান জানান এবং তিনি নিজেও বর্তমান আওয়ামী লীগ মনোনীত নাটোর-১ আসনের প্রার্থী বকুলের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বর্ধিত সভায় লালপুর থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল, মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিছুর রহমান, লালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর ইউপির চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক পলাশ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top