logo
news image

শিক্ষকদের কাছে নৌকায় ভোট চাইলেন বকুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে নৌকা প্রতীকে ভোট চাইলেন। প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সাথে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির এক বৈঠকে এ ভোট প্রার্থনা করেন।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বকুল বলেন, দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলে মিলে নৌকা প্রতিকের পক্ষে কাজ  করতে হবে। আমি আপনাদের সন্তান,  সাধারন জনগনই আমার শক্তি। স্বাধীনতার পরিজিত শক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করতে নৌকা প্রতিককে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই। এ সময় তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, প্রধান শিক্ষক আঃ ওয়াহাব, সাবেক উপজেলা যুবলীগ সেক্রেটারী এসএ ম সাদেকুর রহমান প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top