নাটোরে দুলুর মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক, নাটোর। ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছেন। এ রায়ের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে নামতে তাদের পথ আটকে গেল।
বুধবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এর আগে তার মনোনয়নপত্র জমা নেয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।
গত সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র জমা নিতে ইসিকে নির্দেশ দেন। ফলে প্রার্থিতা ফিরে পান নাটোর-২ আসন থেকে নির্বাচন করতে চাওয়া বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে আপিল বিভাগ ইসির সিদ্ধান্ত বহাল রাখায় দুলুর ভোটযুদ্ধ এখানেই শেষ হল।
দুলুকে ঢাকা থেকে ‘তুলে নেয়া’র অভিযোগ
এদিকে বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপি সভাপতি এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে পুলিশ।
বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার কিছুপর দুলুর রাজধানীর গুলশানস্থ বাসভবন থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক মন্তব্য