logo
news image

হাজি মো. ইসহাক আলীর মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক।  ।  
(মো. ইসহাক আলী, পিতা-মরহুম ইয়াজ উদ্দিন প্রামাণিক, মাতা- মরহুম বদন। জন্ম: ৩০ অক্টোবর ১৯৪৪, মৃত্যু: ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার)
মো. ইসহাক আলী ২০১৫ সালের ১৯ নভেম্বর জোড় ইস্তেমাতে যোগ দিতে বাড়ি থেকে বিদায় নিয়ে যান টঙ্গী ময়দানে। সেখান থেকে পাঁচ দিনের জোড় শেষে এক চিল্লার জন্য চলে যান পটুয়াখালির কলারোয়া উপজেলায়। ইচ্ছে ছিল চিল্ল­া শেষ করে বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ শেষে বাড়ি ফিরবেন। একটি মসজিদে অবস্থান করছিলেন। এর মধ্যে ১১ ডিসেম্বর ২০১৫ (শুক্রবার) ভোর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। ফজরের নামাজের আগে মসজিদে ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে নিজের কাছে নিয়ে যান। ওই দিন বিকেল ৫টায় বাবার নিথর দেহ বাড়ি পৌঁছে। রাত ৮টায় জানাযা শেষে বালিতিতা ইসলামপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সাম্প্রতিক মন্তব্য