নাটোরে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোরে সাত জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকালে জেলা রির্টানিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক শাহরিয়াজ এর দপ্তর থেকে মনোনয়নপত্র প্রত্যহার করে নেন, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের জেএসডি দলের প্রার্থী আব্দুস সালাম, ওয়াকার্স পার্টির ইব্রাহিম খলিল, জাসদ (ইনু) মোয়াজ্জেম হোসেন, নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, ওয়াকার্স পার্টির মিজানুর রহমান মিজান, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী শহিদুল ইসলাম মুন্সি, বিএনপির মোজাম্মেল হোসেন।
সাম্প্রতিক মন্তব্য