logo
news image

লালপুরে জয়িতা সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
রোববার (৯ ডিসেম্বর) নাটোরের লালপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের অধিনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য ৫ জন নারী জয়িতা সম্মাননা স্মারক পেয়েছেন। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নীলা হাফিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাসুন্নাহার পারুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজি আসিয়া জয়নুল বেনু, ফাহমিদা সুলতানা প্রমুখ। উপজেলায় নির্বাচিত জয়িতারা হলেন শামসুন্নাহার (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী), শরীফা বেগম (শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী), ফাতেমা বেগম (সফল জননী নারী), ফারজানা বিবি (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমেজীবন শুরু করেছেন যে নারী), তাহমিনা খাতুন (সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী)।

সাম্প্রতিক মন্তব্য

Top