logo
news image

নাটোর-১ আসনে ধানের শীষে ঐক্যফ্রন্টের প্রার্থী বিমল

নিজস্ব প্রতিবেদক।।
শেষ মুহুর্তে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ধানের শীষ প্রতিকে নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম বিমল মনোনয়ন পেয়েছেন। রোববার (৯ ডিসেম্বর) তাঁর হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।
এর আগে বিএনপি (ধানের শীষ) থেকে সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিনী ও বিএনপির সদস্য অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন ও কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়নপত্র দেওয়া হয়। সর্বশেষ গত শুক্রবার (৭ ডিসেম্বর) বিএনপির গুলশান কার্যালয় থেকে কামরুন্নাহার শিরিনকে দলের চুড়ান্ত মনোনয়নের চিঠি হাতে দেওয়া হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top