logo
news image

নাটোরে নৌকার চুড়ান্ত প্রার্থী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
রোববার (২৫ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া হয়। নাটোরের চারটি আসনে মনোনয়ন পেয়েছেন,
৫৮- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া): জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
৫৯-নাটোর-২ (সদর-নলডাঙ্গা): নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ শফিকুল ইসলাম শিমুল।
৬০-নাটোর-৩ (সিংড়া): তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
৬১-নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর): নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।
অবশেষে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার প্রার্থী নিশ্চিত হয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তাঁর হাতে নৌকার চুড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন।
এই আসনে আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে প্রথমে মনোনয়ন দেয়। পরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্ণেল রমজান আলীকেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top