logo
news image

নাটোর-১ আসনে নৌকার প্রার্থী বকুল

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার প্রার্থী নিশ্চিত হয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তাঁর হাতে নৌকার চুড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন।
এই আসনে আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে প্রথমে মনোনয়ন দেয়। পরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্ণেল রমজান আলীকেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।
এ নিয়ে এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করে। বৃহস্পতিবার এর আগে প্রার্থীতা নিশ্চত করার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় কাফনের কাপড় পড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থরা।

সাম্প্রতিক মন্তব্য

Top